Thursday, November 25, 2010

ইউনিয়ন ব্যাঙ্কে ১,৬৪০ ক্লার্ক

জলপাইগুড়ি, ২৬ নভেম্বরঃ- কেন্দ্রীয় সরকারি সংস্থা-ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক কাম ক্যাশিয়ার পদে ১,৬৪০ জন ছেলে মেয়ে নিচ্ছে।
যোগ্যতাঃ- যে কোন শাখায় গ্র্যাজুয়েট, উচ্চমাধ্যমিকে ৬০% নিয়ে পাশ করা ছাত্রছাত্রীরা এই সুযোগ পাবেন।
বয়ঃসীমাঃ- ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। ও.বি.সি, তপশিলী, বিধবা-বিবাহ-বিচ্ছিন্না মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে ৯ বছর বয়ঃসীমা ছাড় পাবেন।
দরখাস্ত পাঠানোর শেষ তারিখঃ- ১৬ ডিসেম্বর। নীচে ওয়েব সাইটে এবং ২৮ নভেম্বর উত্তরবঙ্গ সংবাদে বিস্তৃত বিবরন পাওয়া যাবে।
www.unionbankofindia.co.in
২৮ তারিখের উত্তরবঙ্গ থেকে গৃহিত।

No comments:

Post a Comment