Saturday, May 7, 2011

প্রতিরক্ষা কারখানায়

প্রতিরক্ষা কারখানায় ১৭৩ দক্ষ কর্মীর চাকরি
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রকের অধীন অর্ডন্যান্স ফ্যাক্টরি সেমি স্কিল্ড ট্রেডসম্যান পদে ১৭৩ জন লোক নিছে। নেওয়া হবে এইসব বিষয়ে ইলেক্ট্রেশিয়ান, ইলেক্ট্রপ্লেটার,এক্সামিনার,ফিটার বিভিন্ন পদে ১৭৩ জন লোক নেওয়া হবে।
শিক্ষ্যাগত যোগতাঃ- মাধ্যমিক পাশ্ ন্যাশানাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অনুমোদিত আই. টি. আই. থেকে ইলেক্ট্রিশিয়ান সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন।
বয়স হতে হবেঃ- ১৯-৫-২০১১'র হিসাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
মূল মাইনাঃ ৫'২০০ থেকে ২০'২০০ টাকা।
গ্রেড পেঃ ১,৮০০ টাকা
বিশদ বিবরনের জন্য ৮ মে ২০১১ কর্মসংস্থান টি দেখুন।

No comments:

Post a Comment