Thursday, May 12, 2011

পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে

রাজ্য সরকারে কয়েকশো অফিসার ও ইন্সপেক্টর
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে অফিসার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর,কন্ট্রোলার, অডিটর বিভিন্ন পদে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হচ্ছে।
যা কোন শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১-১০-২০১১'র হিসাবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারেন। জন্ম-তারিখ হতে হবে ২-১-১৯৭৯ থেকে ১-১-১৯৯১' র মধ্যে।
বিশদ বিবরনের জন্য ১৫ মে কর্মসংস্থানটি দেখুন।

Monday, May 9, 2011

সশস্ত্র সীমা বলে ১,৬৩৩ চাকরি

জলপাইগুড়ি, ৯ মেঃ- কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন সশস্ত্র সীমাবল কনস্টেবল পদে৭৬৫ জন লোক নিছে।
বয়স হতে হবেঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যেদরখাস্ত করা যাবে ৯ থেকে ৩০ মের মধ্যে




Saturday, May 7, 2011

রেল নিরাপত্তাবাহিনীতে ৫১১ সাব ইন্সপেক্টর

কেন্দ্রীয় সরকারের রেলোয়ে মন্ত্রকের অধীন সাব ইন্সপেক্টর পদে৫১১ জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোন শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০১১ হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
শূন্যপদঃ ৫১১ সাব ইন্সপেক্টর।
দরখাস্তের বয়ান নীচের ওয়েব সাইট থেকে ডাউন লোড করতে পারেন
www.indianrailways.gov.in
বিশদ বিবরনের জন্য ৮ মে কর্মসংস্থানটি দেখুন।
৮ মে কর্মসংস্থান থেকে গৃহিত।

প্রতিরক্ষা কারখানায়

প্রতিরক্ষা কারখানায় ১৭৩ দক্ষ কর্মীর চাকরি
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রকের অধীন অর্ডন্যান্স ফ্যাক্টরি সেমি স্কিল্ড ট্রেডসম্যান পদে ১৭৩ জন লোক নিছে। নেওয়া হবে এইসব বিষয়ে ইলেক্ট্রেশিয়ান, ইলেক্ট্রপ্লেটার,এক্সামিনার,ফিটার বিভিন্ন পদে ১৭৩ জন লোক নেওয়া হবে।
শিক্ষ্যাগত যোগতাঃ- মাধ্যমিক পাশ্ ন্যাশানাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অনুমোদিত আই. টি. আই. থেকে ইলেক্ট্রিশিয়ান সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন।
বয়স হতে হবেঃ- ১৯-৫-২০১১'র হিসাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
মূল মাইনাঃ ৫'২০০ থেকে ২০'২০০ টাকা।
গ্রেড পেঃ ১,৮০০ টাকা
বিশদ বিবরনের জন্য ৮ মে ২০১১ কর্মসংস্থান টি দেখুন।
সেনাবাহিনীতে কয়েকশো চাকরি
ভারতীয় স্থলবাহিনীতে কয়েকশো চাকরি। পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নাম নথিভুক্ত করা হবে ৪ জুন,৭ জুন।
প্রাক্তন সমর কর্মীর ছেলে বা আত্বীয় হলে তারা অনেক বিষোয়ে ছাড় পাবেন
বিশদ বিবরনের জন্য ৮ মে কর্মসংস্থানটি দেখুন।
৮ মে কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।