Saturday, April 16, 2011

মেট্রো রেলে ২০ এক্সিকিউটিভ

কেন্দ্রীয় সরকার ও দিল্লী সরকারের যৌথ উদ্যোগে তৈরী দিল্লী মেট্রো রেল কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনি পদে ২০ জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডেঃ সিভিল, ইলেক্ট্রিক্যাল, সিগন্যাল/টেলিকম, আর্কিটেক। বয়স হতে হবে ১-১-২০১১ থেকে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। নীচের ঠিকানা থেকে বিশদ বিবরন পাওয়া যাবে। ১৭ এপ্রিল ২০১১ কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment