Saturday, April 16, 2011

মেট্রো রেলে ২০ এক্সিকিউটিভ

কেন্দ্রীয় সরকার ও দিল্লী সরকারের যৌথ উদ্যোগে তৈরী দিল্লী মেট্রো রেল কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনি পদে ২০ জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডেঃ সিভিল, ইলেক্ট্রিক্যাল, সিগন্যাল/টেলিকম, আর্কিটেক। বয়স হতে হবে ১-১-২০১১ থেকে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। নীচের ঠিকানা থেকে বিশদ বিবরন পাওয়া যাবে। ১৭ এপ্রিল ২০১১ কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে।

৪৬৮ সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল

৪৬৮ সাব-ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বর্ডার সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে ৪৬৮ জন ছেলেমেয়ে নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতাঃ-যে কোন শাখার উচমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশের পর ৩ বছর ডিপ্লোমা কোর্স পাশ রা আবেদন করতে পারবেন মূল বেতনঃ-৫,২০০ -২০,২০০ টাকা। গ্রেড পে ২,৪০০ টাকা। কিছু জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ(০১১)২৪৩৬৪৮৫০, এক্সটেনশন- ২৬০১,২৬০৬,২৬১৫

৬,৪২৮ ক্লার্ক নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক 'সিঞগ্ল উইন্ডো অপারেটর পদে -A পদে ৬'৪২৮ জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত ৫০% নম্বর পেয়ে যে কোন শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। বয়ঃসীমা হবেঃ-১-১-২০১১' র হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলী এবং ওবিসিদের জন্য বয়সের ছাড় আছে। বিস্তারিত বিবরনের জন্য ১৭ এপ্রিল কর্মসংস্থানটি দেখুন।