Thursday, March 31, 2011

১,০০০ ক্লার্ক নিচ্ছে কর্পোরেশন ব্যাঙ্ক

কেন্দ্রীয় সরকারি সংস্থা, কর্পোরেশন ব্যাঙ্ক 'সিঙ্গল উইন্ডো অপারেটর (ক্লার্ক)' পদে ১,০০০ জন ছেলে মেয়ে নিচ্ছে। বয়ঃসীমাঃ ৩১-৩-২০১১'র হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। শুরুতে ৬ মাস প্রবেশনে থাকতে হবে। শূন্য পদঃ১০০০টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৪০টি। বিস্তারিত বিবরনের জন্য ৩ এপ্রিল কর্মসংস্থান্টি দেখুন।

No comments:

Post a Comment