Thursday, March 31, 2011

১,০০০ ক্লার্ক নিচ্ছে কর্পোরেশন ব্যাঙ্ক

কেন্দ্রীয় সরকারি সংস্থা, কর্পোরেশন ব্যাঙ্ক 'সিঙ্গল উইন্ডো অপারেটর (ক্লার্ক)' পদে ১,০০০ জন ছেলে মেয়ে নিচ্ছে। বয়ঃসীমাঃ ৩১-৩-২০১১'র হিসাবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। শুরুতে ৬ মাস প্রবেশনে থাকতে হবে। শূন্য পদঃ১০০০টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৪০টি। বিস্তারিত বিবরনের জন্য ৩ এপ্রিল কর্মসংস্থান্টি দেখুন।

৮০ অ্যাপ্রেন্টিস

সরকারি প্রেসে ৮০ অ্যাপ্রেন্টিস হাওড়ার গভর্ন্মেন্ট অফ ইন্ডিয়া প্রেস বুক বাইন্ডার ইলেক্ট্রিশিয়ান, অফসেট মেশিন মিন্ডার, পাশা, মেকানিক মেশিন তুলস মেন্টেন্যান্স ও প্লেট মেকার ট্রেডে ৮০ জন ছেলে মেয়ে নিচ্ছে। বিশদ বিবরনের জন্য ২৭ মার্চ কর্মসংস্থান টি দেখুন।

বর্ডার রোডস অর্গানাইজেশন

কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাজেশনের জেনারেল রিজার্ভ ইঙ্গিনিয়ার ফোর্স জুনিয়ার ইঙ্গিনিয়ার পদে ৬০৩ জন ছেলে নিচ্ছে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঙ্গিনিয়ারিং এর ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ ছেলেরা আবেদন করতে পারেন। বিশদ বিবরনের জন্য , ২৭ মার্চ কর্মসংস্থান থেকে গৃহিত।