Saturday, February 5, 2011

কোস্ট গার্ডে কয়েকশো নাবিক

ভারতীয় উপকূল রক্ষীবাহিনী নাবিক এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদে কয়েকশো লোক নিচ্ছে।
অঙ্ক ও ফিজিক্স বিশয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন।
বিস্তারিত জানতে
www.indiancostguard.nic.in ওয়েব সাইট থেকে নেওয়া যাবে।
বিশদ বিবরনের ৬ ফেব্রয়ারী কর্মসংস্থান থেকে গৃহিত।

Friday, February 4, 2011

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে

৪৯,০৮০ কনস্টেবল ৪ কেন্দ্রীয়বাহিনীতে কেন্দ্রীয় সরকারের ৪ প্যারা মিলিটারি ফোর্স- বর্ডার সিকিউরিটি ফোর্স, বিভিন্ন সিকিউরিটি ফোর্সে ৪৯,০৮০ জন ছেলে মেয়ে নিচ্ছে।
মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
নীচের ওয়েব সাইটঃwww.ssconline.nic.inবিশদ বিবরনের জন্য ৬ ফেব্রয়ারী কর্মসংস্থান দেখুন